স্বাস্থ্য

মহামারিতে কিশোরীদের আত্মহত্যা প্রবণতা বেড়েছে: সিডিসি

করোনা মহামারি চলাকালীন সময়ে ১২ থেকে ১৭ বছরের কিশোরীদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা আগের থেকে ৫০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সিডিসির তথ্যমতে, লকডাউন ও সামাজিক দূরত্ব মেনে চলার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার নেতিবাচক প্রভাবের ফলাফল এটি। শুক্রবার (১০ প্রকাশিত) এক গবেষণার ফলাফলে দেখা গেছে, ২০২০ সালে মহামারি চলাকালীন সময়ে কিশোর বয়েসী মেয়েদের আত্মহত্যাজনিত চেষ্টার কারণে জরুরি বিভাগে ভর্তি হওয়ার হার করোনা শুরু হওয়ার আগের সময়কাল থেকে বেড়েছে। প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০২০ সালের জুলাই ও আগস্ট মাস পর্যন্ত জরুরি বিভাগে ১২ থেকে ১৭ বছর বয়েসী কিশোরীর হার আগের বছরের থেকে ২৬ শতাংশ বেড়েছে। ৪৯টি রাজ্যের জরুরি বিভাগের তথ্য সংগ্রহ করে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। এর কারণ হিসেবে মহামারিজনিত 'ডিপ্রেশন'কে দায়ী করছে সিডিসি। মহামারি চলাকালীন সময়ে শিশু-কিশোরদের প্রতি বাড়তি যত্ন নিতে ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এলএবাংলাটাইমস/ওএম