স্বাস্থ্য

ইবোলা থেকে বাঁচতে আপনার যা করনীয়

বর্তমানে ইবোলা বিশ্ব স্বাস্থ্য নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। নতুন নতুন করে পৃথিবীর নানান দেশে এই ভাইরাস দেখা দিচ্ছে। আমাদের দেশে যদিও এই ভাইরাস দেখা মেলেনি তাও সচেতন থাকতে হবে আমাদের সবাইকে।আমরা উন্নয়নশীল দেশ আমাদের দেশে ইবোলা ছড়িয়ে পড়লে তা মোকাবেলা করা অনেক কঠিন হয়ে যাবে, কারণ বাংলাদেশের মানুষের ঘনত্ব অনেক বেশি এবং ইবোলা মানুষের সংস্পর্শেই এক বাহক থেকে অন্য বাহকে ছাড়ায়। তাই থাকতে হবে সচেতন।ইতোমধ্যে আমাদের দেশে ইবোলা আক্রান্ত দেশ লাইবেরিয়া থেকে কিছু প্রবাসি এসেছেন তবে তাদের ২১ দিনের পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ সরকার। এছাড়াও আমাদের আশেপাশে যদি ইবোলা আক্রান্ত রোগী পাওয়া যায় কিংবা নিজেদের মাঝেই ইবোলার লক্ষণ দেখা যায় তাহলে আমাদের তাৎক্ষনিক কিছু করনীয় কাজ করতে হবে। নিচের ছবিতে দেখে নিন আমাদের ইবোলা ঠেকাতে কি কি করতে হবে এবং কোন কোন ধাপে এগোতে হবে।