আন্তর্জাতিক

আর্জেন্টিনার পরাজয়ের শোকে ভারতে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার রাতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। এই পরাজয়ের শোক সইতে না পেরে আত্মহত্যা করেছে এক আর্জেন্টিনা ভক্ত যুবক। ঘটনা ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কেরালার কোত্তায়াম রাজ্যের বাসিন্দা দিনু অ্যালেক্স বৃহস্পতিবার আর্জেন্টিনার পরাজয়ের শোকে আত্মহত্যা করেছে। তারা সুইসাইড নোট থেকে এই ধারণা করা হচ্ছে।

কেরালায় ফুটবল খুবই জনপ্রিয় একটি খেলা। রাজ্যটিতে প্রচুর সমর্থক রয়েছে দক্ষিণ আমেরিকার দল আর্জেন্টিনার। একই অঞ্চলের আরেক দল ব্রাজিলেওর রয়েছে প্রচুর সমর্থক। বিশ্বকাপের সময় বিশ্বের অনেক দেশের মতোই কেরালাও দুইভাগে ভাগ হয়ে যায় ফুটবল নিয়ে। আর এই উত্তেজনার কারণেই শেষ পর্যন্ত আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে প্রিয় দলের পরাজয়ের শোকে।

স্থানীয় পুলিশের ধারণা দিনু অ্যালেক্স শোক সইতে না পেরে নদীতে ঝাঁপ দিয়েছেন। তার সন্ধানে নদীতে নেমেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের পর মালায়লাম ভাষায় তিনি যে চিরকুট লিখেছেন তার ভাষা এরকম- ‘যা দেখার ছিলো সব কিছুই দেখেছি। আর কী দেখার আছে? গভীরে ডুব দিতে যাচ্ছি আমি’। পরিবারের সদস্যরা জানিয়েছে, দিনু আর্জেন্টিনার কট্টর সমর্থক। তার বাবা জানিয়েছেন, আর্জেন্টিনা হেরে গেলে বন্ধুরা তাকে লজ্জা দেবে এমন আশঙ্কা আগেই ছিলো দিনুর।

পুলিশ দিনু অ্যালেক্সের মোবাইল ফোন চেক করে সেখানে মেসির ছবি পেয়েছে। অবশ্য তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন এমন কোন প্রমাণ মিলছে না এখনো। তাই তিনি লজ্জার ভয়ে ওই এলাকা ছেড়ে চলে যেতে পারেন এমন ভাবনাও করছে পুলিশ।