আন্তর্জাতিক

ইথিওপিয়ার ‌প্রধানমন্ত্রীর র‌্যালিতে বোমা হামলা

ইথিওপিয়ার নতুন প্রধানমন্ত্রী আবিয়া আহমেদের র‌্যালিতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী আবিয়া এ তথ্য জানিয়েছেন।

গত এপ্রিলে ক্ষমতায় আসা প্রাক্তন সেনা সদস্য আবিয়া ক্ষমতায় আসেন। এরপর থেকেই তিনি বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক রদবদল শুরু করেন। শনিবার আবিয়ার সমর্থনেই রাজধানীর মেসকেল স্কয়ারে র‌্যালিটি বের করা হয়েছিল। প্রধানমন্ত্রীর ভাষণের পরপর সেখানে বোমা হামলার ঘটনা ঘটে।

টেলিভিশনে দেওয়া ভাষণে আবিয়া বলেছেন, ‘কয়েকজন ইথিওপীয় আহত হয়েছেন। বেশ কয়েকজন তাদের প্রাণ হারিয়েছেন।’

এই হামলাকে ‘ইথিওপিয়াকে যারা ঐক্যবদ্ধ দেখতে চায় না তাদের ব্যর্থ হামলা’ বলে উল্লেখ করেছেন তিনি।

র‌্যালির আয়োজক কমিটির সদস্য সেঅম টেশম বলেছেন, ‘এ্টা গ্রেনেড ছিল। প্রধানমন্ত্রী যেখানে ছিলেন সেই মঞ্চের দিকে কেউ এটা ছুঁড়ে মারার চেষ্টা করছিল। বিস্ফোরণের পর আমি পাঁচজনকে আহত হতে দেখেছি।’

আবিয়া গত মাসে প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে স্বাক্ষরিত ২০০০ সালের শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের ঘোষণা দেন। এটি বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে গত দুই বছর ধরে যে যুদ্ধ চলছে তার অবসান ঘটবে আশা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি