আন্তর্জাতিক

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করলো আয়ারল্যান্ড

ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করলো আয়ারল্যান্ড। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইহুদি বাহিনীর হামলার প্রতিবাদে দেশটির পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আয়ারল্যান্ড। ইসরায়েলি পণ্য বয়কটসহ দেশটির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে বুধবার একটি প্রস্তাব পাস করেছে আয়ারল্যান্ডের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। খবর আল-জাজিরা, ইন্ডিপেনডেন্ট।

আয়ারল্যান্ডের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাশ হওয়া বিলটিতে বিশ্বের অন্যান্য অধিকৃত অঞ্চলের পণ্যের আমদানি-রপ্তানিতেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আইনে পরিণত হতে বিলটি এখন অনুমোদনের জন্য নিম্নকক্ষে যাবে।

এদিকে, একইদিন ইসরায়েলের এক নিষেধাজ্ঞার জবাবে পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে ফিলিস্তিনের গাজা। অবরুদ্ধ গাজায় উৎপাদিত ফল ও সবজি আমদানির ওপর সোমবার নিষেধাজ্ঞা দেয় তেলআবিব।

এর জবাবে ইসরায়েলি ফল আমদানির ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার গাজার কৃষি মন্ত্রণালয় এ পাল্টা নিষেধাজ্ঞা দেয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি