আন্তর্জাতিক

মসজিদে নববীর সাবেক ইমাম ও মুসাইদ আত তাইয়ার গ্রেফতার

সৌদি আরবে মসজিদে নববীর সাবেক ইমাম ও খতিব শায়খ আলী বিন সাঈদ আল-হাজ্জাজ আল-গামেদিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এসময় তার ভাই, আইনজীবীসহ ঐ সময় উপস্থিত ৫ জন আলেমকেও গ্রেফতার করা হয়েছে। ৮০ বছর বয়সী এই আলেম মসজিদে নববীর সাবেক ইমাম ছিলেন। অন্যদিকে সৌদি আরবসহ মুসলিম দেশগুলোতে ব্যাপক জনপ্রিয় বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শায়খ মুসাইদ আত তাইয়ারকে গ্রেফতার করেছে সৌদি আরব নিরাপত্তা বাহিনী। তিনি রিয়াদের কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ছিলেন। ‘প্রিজনারস অব কনসিয়েন্স’ নামক এক টুইটার একাউন্টের বরাতে জানা যায়।

গত সপ্তাহে ইসলাহপন্থী আলেম সাফার আল হিওয়ালীকে গ্রেফতার করা হয়। তার নতুন বইয়ে ইসলাম ও পশ্চিমা সভ্যতা নিয়ে সৌদি শাসকদের সমালোচনা করার কারণে সৌদি সরকার এই সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ রয়েছে। এসময় পরিচালিত অভিযানে আরো ৭ জনকে আটক করা হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি