আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের উত্তরাঞ্চলে দাবানলে অগ্নিনির্বাপক বাহিনীর দুই কর্মী নিহত হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ার আশংকায় ওই এলাকা ছেড়ে পালিয়েছে এক লাখেরও বেশি বাসিন্দা।

অগ্নিনির্বাপন বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, শাস্তা জেলায় ‘আগুন টর্নেডো’র কারণে গাছপালা পুড়ে গেছে, গাড়িগুলো ধ্বংস হয়ে গেছে।

‘কার’ নামে পরিচিত এই দাবানলে ইতিমধ্যে ৫০০ বাড়িঘর ধ্বংষ হয়েছে। আরো কয়েক হাজার বাড়িঘর ধ্বংস হতে পারে বলে আশংকা করা হচ্ছে। অগ্নিনির্বাপন বাহিনীর কর্মীরা আগুন নেভাতে কাজ করেছেন। তবে তারা মাত্র ৫ শতাংশ এলাকায় কাজ করতে পারছেন।

বিবিসি জানিয়েছে, সোমবার থেকে দাবানল শুরু হয়েছে। আগুনে এ পর্যন্ত ৪৮ হাজার একরেরও বেশি জমি পুড়ে গেছে।

ক্যালিফোর্নিয়ার বনায়ন ও অগ্নিসুরক্ষা বিভাগের প্রধান কেন পিমলট বলেছেন, ‘আমরা আগুনের কুন্ড দেখতে পাচ্ছি-যাকে আক্ষরিক অর্থে একটি টর্নেডো আখ্যা দেওয়া যেতে পারে।’

তিনি বলেন, ‘প্রবল বাতাসের কারণে আগুন ঘুর্নিবার্তার রুপ নিচ্ছে। এটি গাছ উপড়ে ফেলছে, যানবাহন সরিয়ে নিচ্ছে, সড়কের কিছু অংশ সরে যাচ্ছে। এটা চরম অবস্থা। আমাদের এলাকা খালি করতে হবে।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি