আন্তর্জাতিক

ইউরোপ যেতে গিয়ে ৬ মাসে ১,৫০৪ জনের মৃত্যু

চলতি বছর ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যেতে গিয়ে ১,৫০৪ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) শুক্রবার এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে টানা পাঁচ বছর ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছতে গিয়ে দেড় হাজারের বেশি লোক মারা গেল বলে সংস্থাটি জানায়।

সংস্থাটির মিসিং মাইগ্র্যান্ট প্রজেক্ট নামের একটি প্রকল্পের সংগৃহীত তথ্যানুসারে, চলতি বছর ভূমধ্যসাগর পথে ইউরোপে যেতে গিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১,৫০৪। এদের সবাই সাগরে নৌকা ডুবিতে মারা গেছেন। এর মধ্যে লিবিয়া থেকে ইতালি যেতে গিয়ে মারা গেছেন ১,১১১ জন। এ ছাড়া, স্পেন যাওয়ার পথে ৩০৪ জন এবং গ্রিস যাওয়ার পথে ৮৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে আইওএম জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের ২৫ তারিখ পর্যন্ত ভূমধ্যসাগরে অভিবাসীপ্রত্যাশীদের ৩০৪টি দুর্ঘটনা ঘটেছে। অথচ ২০১৭ সালে এ দুর্ঘটনার সংখ্যা ছিল ১২৪টি এবং তার আগের তিন বছর মিলে সংখ্যাটি ছিল ২২৪।

চলতি বছর ইউরোপে পৌঁছেছে ৫৫ হাজার একজন। এ সংখ্যা গত বছরের তুলনায় অর্ধেক। তবে জনপ্রতি হিসাবে, ২০১৮ সাল ছিল প্রাণহানির দিক থেকে সর্বোচ্চ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি