আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প : পাহাড়ে আটকা আড়াইশ পর্যটক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর একটি পাহাড়ে আড়াইশ’র বেশি পর্বতারোহী আটকা পড়েছে। উদ্ধারকর্মীরা রিনজানি পাহাড়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে। 

স্থানীয় সময় রোববার সকালে মধ্য ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন এলাকা লমবক দ্বীপে ৬ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে ১৪ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছে।

শক্তিশালী ওই ভুমিকম্পের পর ব্যাপক ভুমি ধসের ঘটনা ঘটে। এতে চলাচলের পথ বন্ধ হয়ে যায়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে,  বালির প্রায় ৪০ কিলোমিটার পূর্বদিকের ওই এলাকায় ভুমিকম্প ও আফটার শকে সহস্রাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত এবং কয়েকশ লোক গৃহহীন হয়ে পড়ে। নিহতদের মধ্যে পর্বতারোহী এক মালয়েশীয় পর্যটক রয়েছে।
 
কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ শতাধিক লোক যাদের অধিকাংশ বিদেশি পর্যটক রিনজানি পাহাড় থেকে নিচে নেমে এসেছেন। তবে ২৬৬ জন আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে হেলিকপ্টার দিয়ে সন্ধান চালানো হচ্ছে। 

রিনজানি একটি আগ্নেয়গিরি পর্বত। পর্যটকদের কাছে এটি বেশ আকর্ষণীয়। প্রতিবছর বিশ্বের বিভিন্ন স্থান থেকে শত শত পর্যটক সেটি দেখার জন্য ওই পর্বতে আরোহন করেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি