আন্তর্জাতিক

মেক্সিকোয় বিমান দুর্ঘটনা, আহত ৮৫

উড়োজাহাজটিতে ৯৭ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। ছবি: টুইটার থেকে নেওয়াউড়োজাহাজটিতে ৯৭ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। ছবি: টুইটার থেকে নেওয়ামেক্সিকোর দুরাঙ্গো রাজ্যে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়েছে। এ সময় ওই উড়োজাহাজে ৯৭ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। এ ঘটনায় কেউ নিহত হননি বলে জানান ওই রাজ্যের গভর্নর। তবে আহত হয়েছেন ৮৫ জন। দুজনের অবস্থা গুরুতর। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক টুইটে দুরাঙ্গোর গভর্নর জস এইসপুরো বলেন, উড়োজাহাজে থাকা ১০১ জনের কেউ মারা যাননি। তবে ৮৫ জন আহত। তাঁদের মধ্যে ৩৭ জনকে হাসপাতালে নেওয়া হয়। এরম জিকো এএম ২৪৩১ ফ্লাইটটি গুয়াদালুপ ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেক্সিকো সিটিতে যাচ্ছিল। এটি ওড়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনার মুখে পড়ে।

ওই উড়োজাহাজে কোন দেশের যাত্রী ছিলেন, তা বিস্তারিত জানানো হয়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। উড্ডয়নের পরপরই বড় ধরনের ঝড়ে আক্রান্ত হয় উড়োজাহাজটি। জরুরি অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। উড়োজাহাজটি বিধ্বস্ত হলে আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় এতে কেউ দগ্ধ হননি। বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজের বেশির ভাগ যাত্রী হেঁটেই সেখান থেকে নিরাপদ স্থানে সরে যান। দুর্ঘটনার পরপরই বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি