আন্তর্জাতিক

রাজকীয় চোর!

সুইডেনে দিনে-দুপুরে দেশটির প্রধান গির্জা থেকে দুটি রাজকীয় মুকুট ও একটি রাজদণ্ড চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্টকহোমের কাছে স্ট্রাংনাসে এ ঘটনা ঘটেছে। চুরির পর ওই দুই ব্যক্তি স্পিডবোটে করে পালিয়ে গেছে।

বিবিসি জানিয়েছে, রাজ মুকুট দুটি ও রাজদন্ডটি ছিল ১৭ শতকের রাজা রানীর। এগুলো উন্মুক্ত প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল এবং গির্জাটিতে মধ্যাহ্নভোজের অনুষ্ঠান চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা দুই ব্যক্তিকে দ্রুত গির্জা থেকে বের হতে দেখেছেন এবং তারা গির্জার কাছে লেক মালারেনে রাখা স্পিডবোটে উঠে পালিয়ে যায়।

এ ঘটনার পর পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। তবে এ পর্যন্ত চোরদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

চুরি যাওয়া বস্তুগুলোর মূল্যমান সম্পর্কে পুলিশের মুখপাত্র থমাস আগ্নেভিক বলেছেন, ‘এগুলোর অর্থনৈতিক মূল্যমান নির্ধারণ করা সম্ভব নয়। জাতীয় স্বার্থে এগুলো অমূল্য।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি