আন্তর্জাতিক

সবচেয়ে দীর্ঘ ও ভয়াবহ দাবানলে ধ্বংস হচ্ছে ক্যালিফোর্নিয়ার বৃহৎ বনাঞ্চল

এত বড় দাবানল আগে কখনও দেখেনি ক্যালিফোর্ণিয়া৷ আগুনের গ্রাসে ক্যালিফোর্ণিয়ার মেন্ডোকিনো জাতীয় বনাঞ্চল৷ এত দীর্ঘ দাবানল ক্যালিফোর্ণিয়ার ইতিহাসে প্রথম৷ রেকর্ড ভাঙা এই দাবানলকে দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প৷

ক্যালিফোর্ণিয়া বন দফতর জানাচ্ছে, বনাঞ্চলের ২ দিক দিয়ে আগুন গতিতে বাড়ছে৷ হাওয়ার তেজও এতটাই যে, নিমেষে আগুনের গ্রাসে পড়ছে বনাঞ্চল৷ এর জেরে মারাত্মক ক্ষতির মুখে সান্টা বারবারা ও ভেঞ্চার এলাকা৷ সবমিলিয়ে ২৮১,৮৯৩ একর বনাঞ্চল পুরোপুরি নষ্ট হয়েছে৷ ক্যালিফোর্নিয়ার জাতীয় জলবায়ু কেন্দ্র জানাচ্ছে, লাগামছাড়া দাবানল সামলাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা৷ পূর্বাভাস দেওয়াও সম্ভব হচ্ছে না৷ কারণ, হাওয়ার গতি এটচাই যে, আগুন কমার সম্ভাবনা কম৷

দাবানলের জেরে উত্তর ক্যালিফোর্ণিয়ার তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রির কাছাকাছি৷ মেন্ডোকিনা কমপ্লেক্স এলাকার ৭৫টি বাড়ি পুড়ে ছাই৷ কয়েক হাজার মানুষ গৃহহীন৷ নিরাপদ আশ্রয়ে তাদের রাখা হয়েছে৷ মেন্ডোকিনার প্রায় চার হাজার মানুষ বিপদসীমার মধ্যে এখনও রয়েছে৷ তাদের নিরাপদে আনার চেষ্টায় প্রশাসন৷ অ্যারিজোনা, ওয়াশিংটন, আলাস্কার বেশ কয়েকটি অঞ্চলে দাবানলের প্রভাব পড়েছে৷ উদ্ধার কাজে নিযুক্ত ১৪তম ব্রিজ ইঞ্জিনিয়ার ব্যাটলিয়ানের জয়েন্ট বেসের ২০০ সেনা৷ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে বিশেষ ১৪০ দমকল কর্মী আগুন নেভাচ্ছেন৷

বনাঞ্চলে জোড়া দাবানল ক্যালিফোর্নিয়ার দাবানল ইতিহাসে এই প্রথম৷ যা শহরে ৪৫ শতাংশ অংশকে ক্ষতির মুখে ফেলেছে৷ পরিস্থিতি ক্রমশই মারাত্মক আকার নিচ্ছে৷ পরিবেশবিদরা জানাচ্ছেন, সমস্ত রেকর্ড ভেঙে ছড়িয়ে পড়া এই দাবানল ভবিষ্যৎ সবুজায়নে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে৷

এলএবাংলাটাইমস/আই/এলআরটি