আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারী ও তার কন্যা শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চালানো হামলায় এ ঘটনা ঘটেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাফারাউই এলাকায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার এক বছর বয়সী কন্যা নিহত হয়েছে। এছাড়া হামাসের এক যোদ্ধাও নিহত হয়েছে।

ইসরায়েলি সংবামাধ্যম দাবি করেছে, হামাসের রকেট হামলায় গাজা সীমান্তবর্তী সেদরত ও কয়েকটি শহরে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, বুধবার গাজায় হামাস আইডিএফের একটি গাড়িতে গুলি ছোঁড়ার পর এ সহিংসতা শুরু হয়েছে। গাজা ভূখণ্ডে হামাসের প্রায় ১৪০টি ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ যুদ্ধবিমান দিয়ে হামলা  চালানো হয়েছে। হামাস গাজা সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলোতে ১৫০টি রকেট হামলা চালিয়েছে বলেও আইডিএফ জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, ইসরায়েল বুধবার রাতে ট্যাংক হামলা চালালে হামাস ইসরায়েলি অঞ্চলে রকেট হামলা চালাতে শুরু করে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি