আন্তর্জাতিক

নেপালের ত্রিভুবন কাঠমান্ডুতে আবারো বিমান দুর্ঘটনা

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি বিমান। দেশটির বেসরকারি বিমান সংস্থা ইয়েটি এয়ার লাইন্সের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এ বিমানের দুর্ঘটনায় বড় ধরনের কোন হতাহত হয়নি। যাত্রী ও ক্রু সবাই নিরাপদে ছিলেন। খবর কাঠমুন্ডু পোস্টের।

নেপালগুঞ্জ থেকে ২১ আরোহী নিয়ে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা শুরু করেছিল ফ্লাইট ৯এনএএইচডব্লিউ। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ত্রিভুবনে অবতরণের সময় রানওয়ে থেকে বিমানটি ছিটকে পড়ে।

এ ঘটনার পর বিমানবন্দরে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল বিমান উঠা-নামা বন্ধ হয়ে যায়। প্রায় বারো ঘণ্টা পর বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

এর আগে, গত ১২ মার্চ ত্রিভুবনের এই বিমানবন্দরে বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২১১ বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় অন্তত ৫১ আরোহীর প্রাণহানি ঘটে।

বিশ্বের ঝুঁকিপর্ণ বিমানবন্দরের শীর্ষে থাকা নেপালের এই বিমানবন্দরে প্রায় শ'ই বিমান দুর্ঘটনা ঘটে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি