আন্তর্জাতিক

পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হলেন আলভি

তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আরিফুর রেহমান আলভি পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার পার্লামেন্টে ভোটাভুটিতে বেসরকারিভাবে প্রধানমন্ত্রী ইমরান খানের এ প্রার্থী নির্বাচিত হন বলে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

৮ সেপ্টেম্বর বর্তমান প্রেসিডেন্ট মামনুন হোসাইনের মেয়াদ শেষ হওয়ার পর পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন ড. আলভি।

মঙ্গলবার দেশটির স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা গোপন ভোটে আলভি ৪৩০ ভোটের মধ্যে ২১২ ভোট পেয়েছেন। বুধবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর ড. আলভি বলেন, পিটিআই মনোনীত প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞ। আমার ওপর এ ধরনের বড় দায়িত্ব অর্পণের জন্য প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি