আন্তর্জাতিক

চীন থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় বুলেট ট্রেন!

চীনের কুনমিং থেকে ভারতের কলকাতায় বুলেট ট্রেন পরিষেবা চালু করতে চায় চীন। যে ট্রেনটি বাংলাদেশ হয়ে চলাচল করবে।

১২ সেপ্টেম্বর, বুধবার কলকাতায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মা ঝানউ এক সম্মেলনে এই পরিকল্পনার কথা জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মা ঝানউ জানিয়েছেন ভারত এবং চীনের যৌথ উদ্যোগে এই ট্রেন সার্ভিস চালু করতে চায় তার দেশ। এই রেলরুটে বাংলাদেশ এবং মিয়ানমারকেও যুক্ত করতে চায় চীন।

ঝানউ বলেন, ‘এই রেল চালু হলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা থেকে কুনমিং পৌঁছে যাওয়া যাবে।’
কলকাতায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা ঝানউ। ছবি: সংগৃহীত

মা ঝানউর মতে, এই রেলপথ চালু হলে বাংলাদেশ ও মিয়ানমার লাভবান হবে। তিনি জানান, ২৮০০ কিলোমিটারের এ রেলরুটকে কেন্দ্র করে শিল্পায়নের সম্ভবনাও বাস্তবায়িত হবে। যেসব দেশের ওপর দিয়ে এই রেলপথ যাবে, তাদের সবারই অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা থাকবে।

২০১৫ সালে কুনমিং-এ অনুষ্ঠিত ‘গ্রেটার মেকং সাবরিজিয়নের’ (জিএমএস) বৈঠকেও এই দ্রুতগামী রেল পরিষেবা চালু করার বিষয়ে প্রস্তাব রাখা হয়েছিল বলে জানান চীনের কনসাল জেনারেল।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি