আন্তর্জাতিক

সমকামিতার পর ভারতে মাদক বৈধ করার দাবি জানালেন অভিনেতা

৩৭৭ ধারা বাতিল হয়ে এখন ভারতে সমকামিতাকে বৈধ। তার মাত্র কয়েকদিন পরেই অভিনেতা ও প্রযোজক উদয় চোপড়া ভারতে মারিজুয়ানা বৈধ করার দাবি তুললেন। বিখ্যাত নির্মাতা যশ চোপড়ার পুত্র ৪৫ বছর বয়সী উদয় গত বৃহস্পতিবার একটি টুইটের মাধ্যমে এই দাবি জানালেন।

উদয় চোপড়া মনে করেন, ভারতে মারিজুয়ানা বৈধ করে দেওয়া প্রয়োজন। অর্থনৈতিক দিক থেকে এবং চিকিৎসার ক্ষেত্রেও এটা অনেক বেশি লাভবান হবে বলে মনে করেন তিনি। তবে তিনি এটাও জানিয়েছেন, তিনি এসব স্পর্শ করেন না। তবে তার মতে, এটা ভীষণ বিচক্ষণ পদক্ষেপ হবে। ভারতের ইতিহাসও জীবন পাবে।

বৃহস্পতিবার টুইট করে তিনি বলেন, ‘আমি মনে করি ভারতে মারিজুয়ানা বৈধ করে দেওয়া প্রয়োজন। প্রথমত এটা আমাদের সংস্কৃতির অংশ। দ্বিতীয়ত, বৈধ করলে এর ট্যাক্স থেকে অর্থনৈতিকভাবে লাভজনক হবে দেশ। তবে বলাই বাহুল্য, অপরাধ জগত এর সঙ্গে যুক্ত হবেই। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অনেক বেশি চিকিৎসায় সুবিধাজনক হবে।’

উদয়ের আগে কংগ্রেস নেতা শশী থারুরও মারিজুয়ানা অর্থাৎ মাদক বৈধ করার কথা বলেছেন। বারবার সরব হয়েছেন মারিজুয়ানার ভালো দিকগুলো নিয়ে। এই নিয়ে অনেক সমালোচনাও শুনতে হয়েছে কংগ্রেস নেতাকে। কিন্তু যুবসমাজের কাছে এর জন্য প্রশংসাও পেয়েছিলেন তিনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি