আন্তর্জাতিক

ক্রিমিয়ায় কলেজে বোমা হামলা, নিহত ১৮

বুধবার পূর্ব ইউরোপের ক্রিমিয়ায় একটি কলেজে বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

কর্তৃপক্ষ জানায়, কার্চের একটি টেকনিক্যাল কলেজে ‘অচেনা বিস্ফোরক যন্ত্র (unidentified explosive device)’ ফাটানো হয়।

ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগস্থলে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে কার্চ। সেখানে দুই অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছিল ক্লেজতিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন মারা গেছে। পরে রাশিয়ার ন্যাশনাল গার্ডের একজন কর্মকর্তা জানান, এটা ছিল একটা ইচ্ছাকৃত ভাবে চলানো ‘সন্ত্রাসী হামলা’।

সের্গেই মেলিকভ বলেন, ‘ইম্প্রোভাইজ্‌ড এক্সপ্লোসিভ ডিভাইস’ দিয়ে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ন্যাশনাল গার্ডের সৈন্যরা সেখানে পৌঁছেছে বলে বার্তা সংস্থা ইন্টারফাক্সকে জানান তিনি।

একজন স্থানীয় কর্মকর্তা বলেন, বিস্ফোরণে হতাহতদের বেশিরভাগই টেকনিক্যাল কলেজে ছাত্রছাত্রী। সেখানে কিশোর-কিশোরীদের কারিগরি শিক্ষা দেয়া হতো।

আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জরুরী উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে।

চারটি সামরিক বিমান আহতদের মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতিও সম্পন্ন হচেছে জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শয়গু।

তদন্ত কর্মকর্তারা বলছেন, ‘ধাতব পদার্থ বোঝাই’ বিস্ফোরক যন্ত্র ডাইনিং হলের বিস্ফরিত হয়।

ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে ২০১৪ সালে দখল করে নেয় রাশিয়া। এর প্রতিবাদে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর অবরোধ আরোপ করে। রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগস্থলে একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত কার্চ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি