আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ১০০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব

সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার উত্তেজনার মধ্যে হঠাৎ সৌদি আরব সরকার ট্রাম্প প্রশাসনকে ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যখন সৌদি আরব সফর করছিলেন, তখনই এই বিশাল অঙ্কের অর্থ সৌদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। খবর ডেইলি সাবাহর।

নিউইয়র্ক টাইমসের বরাতে জানা যায়, সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সহায়তার জন্য গত আগস্টে সৌদি আরব এ অর্থ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এ অর্থ দেয়া হয়েছে বলে দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ।

জামাল খাসোগি নিখোঁজ হওয়ার বিষয়ে সৌদি বাদশাহ ও যুবরাজের সঙ্গে মিটিং করতে মাইক পম্পেও সৌদি যাওয়ার পরপরই এই বিশাল অর্থের লেনদেন অনেকে সন্দেহের চোখে দেখছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছিলেন নিখোঁজ জামাল খাসোগি যদি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকে তাহলে যেই তার সাথে জড়িত থাকুক তাকে কঠোর শাস্তি পেতে হবে।

কিন্তু টাকার পাওয়ার পর ট্রাম্পের সুর পাল্টে গেছে। এখন তিনি বলছেন, এ বিষয়ে সৌদি আরবকে এখনি দায়ী করা যাবে না। দুর্বৃত্তের হাতেও তিনি নিহত হতে পারেন।

নিউইয়র্ক টাইমস বলছে, জামাল খাশোগির বিষয়ে যুক্তরাষ্ট্র যে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছিল এই অর্থ প্রদানের মাধ্যমে তা অনেকটা স্বাভাবিক হবে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি