আন্তর্জাতিক

ভারতে রাবণ বধ দেখতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ৫০

ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে এক ট্রেন দুর্ঘটনায় ৫০ জন নিহত হয়েছে। খবর এনডিটিভির। শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটল পঞ্জাবের অমৃতসরের চৌরি বাজার এলাকায় যোধা ফটকের কাছে আজ সন্ধায় দুর্ঘটনাটি ঘটে।

রেল লাইনের উপর এবং পাশে দাঁড়িয়ে দশরা উৎসবের রাবণ পোড়ানো দৃশ্য দেখছিলেন কয়েকশ মানুষ। ভিড় এতটাই বেশি ছিল যে, বহু মানুষ রেল লাইনের উপরে উঠে অনুষ্ঠান দেখছিল। রাবনের কুশপুত্তলিকায় আগুন দেওয়া হলে চারদিকে বিভিন্ন বাজি ফোটানোর শব্দে অন্য কোনও আওয়াজ শোনা যাচ্ছিল না। আর এ সময় সেই রেল লাইন ধরে জলন্ধর থেকে অমৃতসরগামী ট্রেনটি চলে আসে। হাজার হাজার মানুষের চিৎকার শোরগোলের ভেতরে ট্রেনের হুইসেলের শব্দ কারো কানে পৌঁছেনি। আর এসময় সেই ভিড়ের উপর দিয়েই দুরন্ত গতিতে চলে গেল ট্রেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতের সংখ্যা কমপক্ষে ৫০।  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ এবং উদ্ধারকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেন আসার সময় তারা কোন ধরণের এলার্ম শুনতে পাননি। তারা এঘটনার জন্য স্থানীয় প্রশাসন ও দশেরা কমিটিকে দায়ী করেছেন বলে জানিয়েছে এএনআই।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ঘটনাস্থলে পৌঁছেছেন। এক টুইট বার্তায় তিনি সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে আহতের চিকিৎসা খুলে দিতে বলেছেন। এছাড়া এ ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ রুপী ও আহতের বিনামূল্যে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি