আন্তর্জাতিক

বিন সালমানের অপসারণ চাইলেন সৌদির ওলামা পরিষদ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে তার পদ থেকে অপসারণের আহবান জানিয়ে সৌদি স্কলার্স এসোসিয়েশন বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিটি সৌদি স্কলার্স এসোসিয়েশনের অফিসিয়াল টুইটারে প্রকাশ করা হয়। তারা এই বিবৃতিতে সাংবাদিক জামাল খাসোগির হত্যাকে ‘নিষ্ঠুর’ বলে আখ্যায়িত করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আমাদের দেশ এখন খাসোগি ঘটনায় খুবই বিপজ্জনক অবস্থানে আছে। আর প্রিন্স সালমান এই ঘটনার জন্য দায়ী। এছাড়াও তিনি বিশিষ্ট ব্যক্তিদের গ্রেফতার ও তাদের জেলে বন্দী করেছেন।

২০১৭ সালের সেপ্টেম্বরে থেকে দেশটিতে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, এবং ধর্মীয় ব্যক্তিত্বের গ্রেফতার করা হয়েছে।

বিবৃতিতে আরো জানানো হয়েছে বিন সালমান জনগণের সম্পত্তি নষ্ট করেছে এবং দুর্বল প্রশাসনের কারণে দুর্নীতি বেড়েছে।

সৌদি স্কলার কাউন্সিল দ্রুত একজন নতুন ক্রাউন প্রিন্স নিয়োগ দেয়ার আহ্বান জানিয়েছেন এবং যাদের গ্রেফতার করা হয়েছে তাদের আশু মুক্তিদানের ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

তবে সৌদি আরবের স্থানীয় গণমাধ্যমগুলো এবিষয়ে কোন সংবাদ প্রকাশ করেনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি