আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় নবনিযুক্ত প্রধানমন্ত্রী রাজাপাকসের প্রতি সংসদের অনাস্থা

শ্রীলঙ্কার সংসদ দেশটির প্রেসিডেন্ট কর্তৃক নবনিযুক্ত প্রধানমন্ত্রী মহিন্দ রাজাপাকসে ও তার সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে।

বুধবার তারা এই ‘অনাস্থা’ প্রকাশ করে। ফলে দেশটির রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হলো।

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট সংসদ ভেঙে দেওয়ার যে আদেশ দিয়েছেন মঙ্গলবার তার বিরপীতে অবস্থান নেয় দেশটির সুপ্রিম কোর্ট। তারা প্রেসিডেন্ট মৈত্রীপাল সিরিসেনার সংসদ ভেঙে দেওয়ার আদেশ বাতিল করে দেয়। এর একদিন পর দেশটির সংসদ নবনিযুক্ত প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা জ্ঞাপন করলো।

সংসদের স্পিকার কারু জয়সুরিয়া রুল জারি করে বলেন, সংসদের ২২৫ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সদস্য রাজাপাকসের বিরুদ্ধে ‘অনাস্থা’ জ্ঞাপন করেছে।

স্পিকার কারু জয়সুরিয়া বলেন, ‘আমি ঘোষণা দিচ্ছি যে, রাজাপাকসের সরকারের ওপর এই সংসদের আস্থা নেই।’

গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহকে বরখাস্ত করে প্রেসিডেন্ট সিরিসেনা রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিলে শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট শুরু হয়।