আন্তর্জাতিক

পশ্চিমা বিশ্বে মাদক-সন্ত্রাসী হামলার ঢল নামবে : রুহানি

মার্কিন নিষেধাজ্ঞার কারণে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের ক্ষমতা কমে গেলে পশ্চিমা বিশ্বে মাদক, শরণার্থী ও সন্ত্রাসী হামলার ঢল নামবে। শনিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ হুঁশিয়ারি দিয়েছেন।

সরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ভাষণে রুহানি বলেছেন,‘যারা নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদেরকে সতর্ক করে দিয়ে বলছি মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের সামর্থ্যের ওপর যদি প্রভাব পড়ে তাহলে আপনারা মাদক, অভিবাসন প্রত্যাশী, বোমা ও সন্ত্রাসবাদের ঢল থেকে রেহাই পাবেন না।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে। মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিশেষ প্রমাণ হচ্ছে- ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া এবং তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা।’

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদের অর্থ হচ্ছে- অর্থনীতি নিয়ে কোনো একটি দেশের মধ্যে ভয় সৃষ্টি এবং অন্য দেশগুলোর সঙ্গে ওই দেশের আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা।  ইরান হচ্ছে সন্ত্রাসবাদের বড় শিকার এবং মারাত্মকভাবে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখে পড়া একটি দেশ।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি