আন্তর্জাতিক

ইইউর অনুমতি ছাড়াই ব্রেক্সিট বাতিল করতে পারবে যুক্তরাজ্য : ইসিজি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদের অনুমতি ছাড়াই যুক্তরাজ্য ব্রেক্সিট বাতিল করতে পারবে বলে রায় দিয়েছে দ্য ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজি)।

ইসিজির বিচারকরা জানান, যুক্তরাজ্য যদি তাদের বর্তমান ব্রেক্সিট পরিকল্পনা বাতিল করে তাহলে ইইউতে তাদের সদস্যপদ বহাল থাকবে।

যুক্তরাজ্যে ব্রেক্সিট বিরোধী এক দল রাজনীতিবিদ তর্ক করে জানিয়েছেন যে, যুক্তরাজ্য চাইলে এককভাবে ব্রেক্সিট পরিকল্পনা বাতিল করতে পারে। তবে দেশটির সরকার ও ইইউ এর বিরোধিতা করে বলে, ব্রেক্সিট পরিকল্পনা বাতিল করতে হলে ইইউর অনুমতি নিতে হবে। এর প্রেক্ষিতে ইসিজির এ রায় এলো।

প্রধানমন্ত্রী থেরেসা মের ইইউ ত্যাগের ব্রেক্সিট চুক্তি নিয়ে মঙ্গলবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটির কথা রয়েছে। এর একদিন আগে আজ সোমবার ইসিজির এ রায় এলো।

মঙ্গলবার রাতে সংসদে ভোটে ব্রিটিশ এমপিরা প্রধানমন্ত্রী থেরেসা মের ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যান করবেন বলে ধারণা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি