মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার বিরোধী নেতা বরিস নেমৎসভকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে একে বর্বরোচিত ও জঘন্য বলে বর্ণনা করেছেন।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নেমৎসভকে শুক্রবার গুলি করে হত্যা করা হয়।এক বিবৃতিতে ওবামা এ হত্যাকান্ডের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।বিবৃতিতে তিনি আরো বলেন, ‘রাশিয়ার দুর্নীতির বিরুদ্ধে নেমৎসভের সংগ্রামের আমি একজন সমর্থক এবং ২০০৯ সালে মস্কো সফরকালে আমার সঙ্গে সাক্ষাতকালে স্পষ্ট মতামত বিনিময়ে তার যে আগ্রহ দেখেছি আমি তারও প্রশংসা করছি’।এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও নেমৎসভের হত্যার ঘটনায় তার শোক প্রকাশ করে বলেছেন, বরিস নেমৎসভ রাশিয়াকে আরো গণতান্ত্রিক, সমৃদ্ধ ও উদার করতে এবং যুক্তরাষ্ট্রসহ প্রতিবেশী ও অংশীদারদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরো দৃঢ় করার লক্ষে নিজ জীবনকে উৎসর্গ করেছেন।তিনিও এ হত্যাকান্ডের দ্রুত তদন্তে ওবামার আহ্বানকে সমর্থন করেন।উল্লেখ্য, স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনের সহিংসতাকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি শীতল সম্পর্ক চলছে।যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনে বিদ্রোহীদের মদদ দেয়ার জন্য রাশিয়াকে অভিযুক্ত করছে। কিন্তু রাশিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।