আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি নির্বাচিত হয়েছেন বিল গেটস। বরাবরের মতো এবারও মেক্সিকান ব্যবসায়ী কার্লোস স্লিমকে পেছনে ফেলে সেরার আসনটি দখল করে নেয় তথ্যপ্রযুক্তির জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। আর ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির আসন ধরে রেখেছেন মুকেশ আম্বানি। এই নিয়ে পর পর আটবার মুকেশ ভারতের সর্বোচ্চ ধনী ব্যক্তি নির্বাচিত হয়েছেন।
সোমবার প্রকাশিত র্ফোবস তালিকায় দেখা যায়, সারা বিশ্বের ধনীদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন তথ্যপ্রযুক্তি জায়েন্ট বিল গেটস। দ্বিতীয় অবস্থানে কার্লোস স্লিম, তৃতীয় অবস্থানে ওয়ারেন বাফেট। ওই তালিকায় ৩৯ নম্বরে রয়েছেন মুকেশ আম্বানি।
ওই তালিকা সূত্রে জানা গিয়েছে মুকেশ আম্বানির বর্তমান সম্পত্তির পরিমাণ ২১ বিলিয়ন ডলার। এছাড়াও ভারতীয়দের মধ্যে ওই তালিকায় রয়েছেন দিলীপ সাংভি (৪৪ নম্বরে)। তাঁর সম্পত্তির পরিমাণ ২০ বিলিয়ন ডলার। আজিম প্রেমজি রয়েছেন ৪৮ নম্বরে। তাঁর সম্পত্তির পরিমাণ ১৯.১ বিলিয়ন ডলার।
গেটসের সম্পত্তির পরিমাণ ওই তালিকা অনুসারে ৭৯.২ বিলিয়ন মার্কিন ডলার। গত ২১ বছরের র্ফোবস তালিকায় ১৬ বছরই শীর্ষস্থানে রয়েছেন গেটস।
সোমবার প্রকাশিত র্ফোবস তালিকায় দেখা যায়, সারা বিশ্বের ধনীদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন তথ্যপ্রযুক্তি জায়েন্ট বিল গেটস। দ্বিতীয় অবস্থানে কার্লোস স্লিম, তৃতীয় অবস্থানে ওয়ারেন বাফেট। ওই তালিকায় ৩৯ নম্বরে রয়েছেন মুকেশ আম্বানি।
ওই তালিকা সূত্রে জানা গিয়েছে মুকেশ আম্বানির বর্তমান সম্পত্তির পরিমাণ ২১ বিলিয়ন ডলার। এছাড়াও ভারতীয়দের মধ্যে ওই তালিকায় রয়েছেন দিলীপ সাংভি (৪৪ নম্বরে)। তাঁর সম্পত্তির পরিমাণ ২০ বিলিয়ন ডলার। আজিম প্রেমজি রয়েছেন ৪৮ নম্বরে। তাঁর সম্পত্তির পরিমাণ ১৯.১ বিলিয়ন ডলার।
গেটসের সম্পত্তির পরিমাণ ওই তালিকা অনুসারে ৭৯.২ বিলিয়ন মার্কিন ডলার। গত ২১ বছরের র্ফোবস তালিকায় ১৬ বছরই শীর্ষস্থানে রয়েছেন গেটস।