আন্তর্জাতিক

জি-৭৭ এর নেতৃত্বে ফিলিস্তিন, ইসরায়েলের সমালোচনা

উন্নয়নশীল দেশগুলোর সংগঠন জি-৭৭ এর সভাপতির দায়িত্ব নিয়েছেন ফিলিস্তিনি স্বায়ত্তশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে মিশর আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের দায়িত্ব ফিলিস্তিনের কাছে হস্তান্তর করে। পার্সটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের অধীনে সবচেয়ে বড় সংগঠন এটি। জি-৭৭ এর সভাপতিত্ব পাওয়াকে বিরাট দায়িত্ব বলে মন্তব্য করেছেন মাহমুদ আব্বাস। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের পক্ষে তিনি এ দায়িত্ব বিনয়ের সঙ্গে পালন করে যাবেন।

এছাড়া সংগঠনের দায়িত্ব নেয়ার সময় মাহমুদ আব্বাস ইসরায়েলের ‘দখলদারিত্ব’ নীতির সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যের সব জনগণের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

প্রসঙ্গত, জি-৭৭ হচ্ছে চীন এবং উন্নয়নশীল ১৩৪টি দেশের সংগঠন যা ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে এ সংগঠনে ৭৭টি সদস্য দেশ ছিল। তবে বর্তমানের এর সদস্য দেশ ১৩৪টি এবং এটি বিশ্বের শতকরা ৮০ ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি