আন্তর্জাতিক

ফ্লোরিডায় ব্যাংকে বন্দুকধারীর গুলি, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের একটি ব্যাংকে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে পাঁচজন নিহত হয়েছে।

বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে রাজ্যের অরল্যান্ডো থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দক্ষিণে সেবরিং শহরে ‘সানট্রাস্ট’ ব্যাংকে এ ঘটনা ঘটে।

বিবিসি ও সিএনএন জানিয়েছে, ওই শহরের সানট্রাস্ট ব্যাংক থেকে এক ব্যক্তি পুলিশকে ফোন করে বলে, ‘আমি পাঁচ জনকে গুলি করেছি।’ সঙ্গে সঙ্গে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

পুলিশ জানিয়েছে, ব্যাংকটিতে প্রবেশ করে এক তরুণ বন্দুকধারী এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। ২১ বছরের ওই তরুণের হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র ছিল। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে পাঁচজন। এতে আহতও হয়েছেন আরো কয়েকজন।

পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে। এক পর্যায়ে হামলাকারী আত্মসমর্পণে বাধ্য হয়। ওই হামলাকারীর নাম জেফেন জাভের বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের সোয়াত টিমের সদস্যরা ওই ব্যাংকে ঢুকে পড়ার পর জেভেয়ার আত্মসমর্পণ করে। তবে কী কারণে সে গুলি করেছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। আর নিহতরা ব্যাংকের কর্মী না গ্রাহক তাও জানা যায়নি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি