আন্তর্জাতিক

কাশ্মীরে বোমা বিস্ফোরণে ভারতীয় মেজর নিহত

বোমা নিষ্ক্রিয় করার সময় ভারতীয় সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক কর্মকর্তা জম্মু ও কাশ্মীর রাজ্যে  নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে এক সেনা সদস্য। শনিবার রাজ্যের নওশেরা সেক্টরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

ওই কর্মকর্তা সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের সদস্য ছিলেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তান সীমান্তের মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) থেকে প্রায় দেড় কিলোমিটার ভিতরে বোমাটি পেতে রাখা হয়েছিল। পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীরা বোমাটি পেতে রেখেছিল বলে দাবি করা হয়েছে।

মাত্র ৪৮ ঘন্টা আগে বৃহস্পতিবার বিকালে জম্মু ও কাশ্মীর রাজ্যে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) গাড়িবহরে হামলায় ৪০ জোয়ান নিহত হয়। ভারতীয় কর্তৃপক্ষ এ ঘটনার জন্য পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ ই মোহাম্মদকে দায়ী করেছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য সব ধরণের কূটনৈতিক তৎপরতা শুরুর ঘোষণা দিয়েছে ভারত।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি