আন্তর্জাতিক

ভারতে মুসলিম ভোটারদের হুমকি: মানেকাকে কারণ দর্শানোর নোটিশ

মুসলিম ভোটারদের হুমকি দেয়ায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সুলতানপুরের জেলা প্রশাসক এই নোটিশ পাঠিয়েছেন। একইসঙ্গে নির্বাচন কমিশনেও পুরো ঘটনার বিবরণ পাঠানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশে নেতিবাচক কথা বলেছেন মানেকা গান্ধী। এরপরই তাকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

নির্বাচনী প্রচারণায় শুক্রবার মানেকা গান্ধী বলেন, মুসলিম ভোটাররা তাকে ভোট যদি না দেন, তবে তাদের কোনও কাজ করার আগে তিনি ভেবে দেখবেন। অর্থাৎ ভোট না দিলে মুসলমানদের জন্য কাজ করবেন না তিনি।

মানেকার এই বক্তব্য নিয়েই পরবর্তীতে সমালোচনা শুরু হয়। সমালোচনাকারীরা বলছেন, কেন্দ্রীয় মন্ত্রী আরও একবার প্রমাণ করলেন, বিজেপি সংখ্যালঘুদের বিরোধী। কেউ কেউ আবার তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগও তোলেন। এসব কারণেই শেষ পর্যন্ত মানেকা কারণ দর্শানোর নোটিশ পান।

অবশ্য নোটিশ পাওয়ার পর মানেকা বলছেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি এসব কথা এভাবে বলেননি। বিরোধীরা তার বক্তব্যকে টুইস্ট করেছে বলে দাবি মানেকার।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি