আন্তর্জাতিক

মা আমাদের সব শক্তির উৎস: এরদোয়ান

বিশ্বে রোববার মা দিবস পালন করা হচ্ছে। দিনটিতে সোশ্যাল মিডিয়া সয়লাব মাকে ঘিরে সবার স্মৃতিচারণে।

এই তালিকায় শামিল হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান। তার দেশেও এদিন মা দিবস পালিত হয়েছে।

তুরস্কের আনাদুলু এজেন্সি খবর দিয়েছে, মা দিবসে জাতির উদ্দেশে এক আবেগী বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট।

এরদোয়ানের বার্তায় মা আসলে কি, সমাজ, রাষ্ট্র ও ব্যক্তি জীবনে তার অবদান কি তা সাবলীলভাবে ফুটে উঠেছে।

এরদোয়ান বলেন, ‘মা হলো দরদ, ক্ষমা ও আত্মতাগের মহান প্রতীক।’

বার্তায় তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠায় মায়ের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘মা আমাদের ভালবাসা, শ্রদ্ধা, সংহতি এবং সহ্যের শিক্ষা দেন। তিনিই আমাদের সব শক্তির উৎস, খুশির আঁধার। মায়ের কারণেই দেশে শান্তি বিরাজ করে।’

‘মায়ের পায়ের নিচে জান্নাত’— প্রবাদটি উল্লেখ করে তিনি বলেন, ‘পৃথিবীতে একমাত্র মায়েরাই পারেন সন্তানের শক্তি জোগাতে। তারা সন্তানের প্রথম শিক্ষক এবং পারেন জান্নাতের নিরাপত্তা দিতে।’