আন্তর্জাতিক

মিসরে পুলিশের অভিযানে ১৬ জন নিহত

মিসরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৬ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়,মিসরের উত্তর সিনাইয়ে ওই অভিযান থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

গত ১৯ মে মিসরের গিজায় পিরামিডের কাছে পর্যটকবাহী বাসে বোমা হামলায় ১২ পর্যটক আহত হয়। একদিন পরেই রাজধানী কায়রোর কাছে অভিযান চালিয়েছে পুলিশ।  অভিযানে সন্দেহভাজন ১২ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি তাদের।

মঙ্গলবার এক বিবৃতিতে মিসরসরকার জানায়, ওই জঙ্গিরা সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলো। বন্দুকযুদ্ধে তাদের হত্যা করা হয়। হতাহতের শিকার হয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও।

তবে কখন এই অভিযান চালানো হয় তা নিয়ে স্পষ্ট কিছু বলেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মিসরে অনেকদিন ধরই ইসলামি জঙ্গিরা তৎপর। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ মিসর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটায়। প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির দাবি, সন্ত্রাস দমনে শক্ত পদক্ষেপ জরুরি।