আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতদের স্মরণে সিডনিতে শোক

গত ২১শে এপ্রিল ২০১৯ ইস্টার সানডে’তে শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলায় নিহতদের স্মরণে এক শোক সমাবেশের আয়োজন করা হয় সিডনির প্যরামাটায়। ২১ মে মঙ্গলবার বিকাল ৫টায় প্যরামাটার সেন্টানারী স্কয়ারে এই শোক সমাবেশের আয়োজন করে কমিউনিটি মাইগ্রান্ট রিসোর্স সেন্টার সংক্ষেপে সিএমআরসি (CMRC)।
সেন্টানারী স্কয়ারেবিকাল সাড়ে চারটায় জন-সমাগম শুরু হলেও হিলাল তাওয়াকাল এর সঞ্চালনায় মুল অনুষ্ঠান শুরু হয় বিকাল ৫টায়। প্রথমেই ‘ধোঁয়া শুচিতায়’ অতিথিদের অভ্যর্থনা জানান ক্রিস্টোফার টবিন। এরপর সিএমআরসি(CMRC)এর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন অরেলিয়া রহমান। তিনি বলেন, শ্রীলঙ্কায়আত্নঘাতীবোমাহামলা নিঃসন্দেহে একটি মর্মান্তিক ঘটনা। কিন্তশ্রীলঙ্কার জনগণ একা নন, আমরাও তাদের দুঃখে সমব্যথি এবং তাদের সাথে আছি।

অরেলিয়া রহমানের বক্তব্য শেষে শুরু হয় মোমবাতি প্রজ্জলন ও শোকবার্তা লিখন। আগত অতিথি ও উপস্থিত পথচারীরা মোমবাতি জ্বালিয়ে ও শোকবার্তা লিখে তা  পুষ্পমালায় গেঁথে শ্রীলঙ্কানদের প্রতি সমবেদনা জানান। এরপর “পীস অন আর্থ” নামে বলিফিট ড্যান্স স্কুলের শিক্ষার্থিরা শ্রীলঙ্কায়আত্নঘাতীবোমাহামলায় ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটি গীতিনাট্যপরিবেশন করে।প্যরামাটাকাউন্সিলেরপক্ষথেকেবক্তব্যরাখেনডোনা ডেভিস। এরপর তরুণ প্রজন্মের বক্তব্য ও শোক সঙ্গীত পরিবেশন করা হয়।সিএমআরসি(CMRC) এর পক্ষথেকে প্রিসিলা মাবোর  সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এই শোক সমাবেশের শব্দনিয়ন্ত্রণে ছিলেন কেগান, ফটোগ্রাফীতে সিএমআরসি(CMRC), মোম-সজ্জায় নারায়ণ, পুষ্পমালা ও সার্বিক পরিসজ্জায় ক্রিসি, মিলানি ও কাজী সুলতানা শিমি।

উল্লেখ্য, গত ২১শে এপ্রিল রোববার ইস্টার সানডে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও চারটি পাঁচতারা হোটেলে আত্নঘাতী বোমা হামলায় নিহত হয় ২৫০ জনেরও বেশি মানুষ। এরমধ্যে অন্ততঃ ৪০জন ছিলো বিদেশী নাগরিক।