আন্তর্জাতিক

সিস্টার গণ ধর্ষণের ঘটনায় আটক আটজন

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার একজন সিনিয়র
সিস্টারকে গণধর্ষণের মামলায় পুলিশ গতকালরোববার আটজনকে আটক করেছে। গত শুক্রবাররাতে নদীয়ার রানাঘাটের গাঙনাপুরে কনভেন্টঅব জেসাস মেরি চার্চে এই সিস্টার ধর্ষণেরশিকার হন। ধর্ষিত সিস্টারের বয়স ৭১ বছর।ওই ধর্ষণের ঘটনার পর সিআইডি পুলিশতদন্তে নেমে ক্লোজড সার্কিট ক্যামেরার(সিসিটিভি) ছবি দেখে চার দুষ্কৃতকারীর খোঁজপায়। এর পরই পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতসন্দেহে আটজনকে আটক করে। পশ্চিমবঙ্গ সরকারদুষ্কৃতকারীদের ধরিয়ে দেওয়ার জন্য এক লাখরুপি পুরস্কার ঘোষণা করেছে।শুক্রবার রাত আড়াইটার দিকে সাত-আটজনের একদলদুষ্কৃতকারী স্কুলের দেয়ালটপকে ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীকে বেঁধে স্কুলেরঅফিসকক্ষে ঢোকে। এরপর তারা অফিস থেকে ১২লাখ টাকা লুট করে। এ সময় ওই কনভেন্ট স্কুলেরউপস্থিত সিস্টাররা বাধা দিলে তাঁদেরবেঁধে রাখে দুষ্কৃতকারীরা। এ সময় সিনিয়রসিস্টার দুষ্কৃতকারীদেরবাধা দিতে এলে তাঁকে গণধর্ষণের শিকারহতে হয়।