আন্তর্জাতিক

আদালতকে এড়িয়ে ফ্রান্সে পাঁচ সাইট বন্ধ হল

নতুন ক্ষমতাবলে পাঁচটি ওয়েবসাইট বন্ধ করে
দিয়েছে ফরাসী সরকার এবং এবিষয়ে কোনোআইনানুগ অনুমোদন ছিলনা। ওয়েবসাইটগুলোসন্ত্রাসে উৎসাহ দেয় বলে দাবি দেশটিরসরকারের।বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টারনেটসেবাদাতাদের ২৪ ঘন্টার মধ্যে ওয়েবসাইটগুলোবন্ধ করার নির্দেশ দিয়েছে ফরাসী সরকার।ইউরোপিয়ান ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানওভিএইচ-এর চেয়ারম্যান টুইটারের মাধ্যমেজানান, এ বিষয়ে তার প্রতিষ্ঠানকে কোনোরকমসতর্কীকরণ বার্তা দেয়া হয়নি।সন্ত্রাসে উৎসাহ দেয় এবং শিশুদের অশ্লীল ছবি’ইন্টারনেটে প্রচার করে এমন ওয়েবসাইটগুলোরউপর প্রযোজ্য ফরাসী সরকারের ওই নতুন ক্ষমতা,জানিয়েছে বিবিসি। গত বছর দেশটিরপার্লামেন্টে আরও কয়েকটি সন্ত্রাসব বিরোধীপদক্ষেপের পাশাপাশি ওই ক্ষমতার অনুমোদন পায়সরকার। তবে এবারই প্রথমবারের মত ওই ক্ষমতাব্যবহার করে আদালতে অনুমোদন ছাড়াইওয়েবসাইট বন্ধের আদেশ এল।