ভানুয়াতুতে সাইক্লোনে ধ্বংস হওয়া দ্বীপ
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ-রাষ্ট্র
ভানুয়াতুতে সাইক্লোনের পর গত দুদিন ধরে
সেখানকার মানুষজন শুধু সমুদ্রের নোনা পানি
খেয়ে জীবন ধারণ করছে বলে বিবিসি জানতে
পেরেছে।
গত সপ্তাহের সাইক্লোনে এই দেশটি পুরোপুরিভাবে
লন্ডভন্ড হয়ে গেছে।
এই রাজ্যের ৬০টি দ্বীপের মানুষজনের সাথে
এখনো কোন যোগযোগ নেই।
ত্রাণ সংস্থাগুলো সাইক্লোনে বিপর্যস্ত ভানুয়াতুর
দ্বীপগুলোতে পৌছানোর চেষ্টা করছে গত কদিন
ধরেই। কিন্তু বন্যায় ডুবে যাওয়া দ্বীপগুলোতে
বিমান নিয়ে অবতরণ করা যাচ্ছে না।
বিধ্বস্ত ঘরবাড়ি আবার গড়ে তোলার চেষ্টায়
বাসিন্দারা
এই সাইক্লোনে মারা গেছে মাত্র ১১ জন, কিন্তু
প্রাণহানির তুলনায় মানুষের ঘরবাড়ী আর
সম্পত্তির ক্ষতি হয়েছে বহুগুণ বেশি।
একজন পাইলট সেখানে সাইক্লোনের ধ্বংসযজ্ঞের
যে বর্ণনা দিয়েছেন তা ভয়াবহ।
তিনি বলছেন, সবুজ দ্বীপগুলো যেন দাবানলে পুড়ে
গেছে। কোথাও সবুজের চিহ্ন মাত্র নেই।
তান্না দ্বীপে ছিল প্রায় তিরিশ হাজার মানুষের
বাস। সাইক্লোনে দ্বীপটির প্রায় সব বাড়ীঘর
ধ্বংস হয়ে গেছে, সেই সঙ্গে নষ্ট হয়েছে ক্ষেতের
ফসল।
ভানুয়াতুতে আঘাত হানা সাইক্লোনটি ছিল
প্রচন্ড শক্তিশালী
ত্রাণকর্মীরা বলছেন, সেখানে খাবার পানির
সংকটটাই সবচেয়ে বেশি তীব্র, এর পাশাপাশি
দরকার খাবার এবং আশ্রয়।
সুপেয় পানির অভাবে মানুষ লবণাক্ত পানি পান
করতে শুরু করেছে।
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এতে করে লোকজনের
আরও বেশি পানিশুন্যতায় আক্রান্ত হওয়ার আশংকা
আছে।
ভানুয়াতুর প্রধানমন্ত্রী জো নাটুমান বিবিসিকে
জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পুরো চিত্র পেতে আরও
অনেক সময় লাগবে।
অস্ট্রেলিয়া আজ জানিয়েছে, তারা দূর্গতদের জন্য
আজ ত্রাণবাহী তিনটি সামরিক বিমান
পাঠিয়েছে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ-রাষ্ট্র
ভানুয়াতুতে সাইক্লোনের পর গত দুদিন ধরে
সেখানকার মানুষজন শুধু সমুদ্রের নোনা পানি
খেয়ে জীবন ধারণ করছে বলে বিবিসি জানতে
পেরেছে।
গত সপ্তাহের সাইক্লোনে এই দেশটি পুরোপুরিভাবে
লন্ডভন্ড হয়ে গেছে।
এই রাজ্যের ৬০টি দ্বীপের মানুষজনের সাথে
এখনো কোন যোগযোগ নেই।
ত্রাণ সংস্থাগুলো সাইক্লোনে বিপর্যস্ত ভানুয়াতুর
দ্বীপগুলোতে পৌছানোর চেষ্টা করছে গত কদিন
ধরেই। কিন্তু বন্যায় ডুবে যাওয়া দ্বীপগুলোতে
বিমান নিয়ে অবতরণ করা যাচ্ছে না।
বিধ্বস্ত ঘরবাড়ি আবার গড়ে তোলার চেষ্টায়
বাসিন্দারা
এই সাইক্লোনে মারা গেছে মাত্র ১১ জন, কিন্তু
প্রাণহানির তুলনায় মানুষের ঘরবাড়ী আর
সম্পত্তির ক্ষতি হয়েছে বহুগুণ বেশি।
একজন পাইলট সেখানে সাইক্লোনের ধ্বংসযজ্ঞের
যে বর্ণনা দিয়েছেন তা ভয়াবহ।
তিনি বলছেন, সবুজ দ্বীপগুলো যেন দাবানলে পুড়ে
গেছে। কোথাও সবুজের চিহ্ন মাত্র নেই।
তান্না দ্বীপে ছিল প্রায় তিরিশ হাজার মানুষের
বাস। সাইক্লোনে দ্বীপটির প্রায় সব বাড়ীঘর
ধ্বংস হয়ে গেছে, সেই সঙ্গে নষ্ট হয়েছে ক্ষেতের
ফসল।
ভানুয়াতুতে আঘাত হানা সাইক্লোনটি ছিল
প্রচন্ড শক্তিশালী
ত্রাণকর্মীরা বলছেন, সেখানে খাবার পানির
সংকটটাই সবচেয়ে বেশি তীব্র, এর পাশাপাশি
দরকার খাবার এবং আশ্রয়।
সুপেয় পানির অভাবে মানুষ লবণাক্ত পানি পান
করতে শুরু করেছে।
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এতে করে লোকজনের
আরও বেশি পানিশুন্যতায় আক্রান্ত হওয়ার আশংকা
আছে।
ভানুয়াতুর প্রধানমন্ত্রী জো নাটুমান বিবিসিকে
জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পুরো চিত্র পেতে আরও
অনেক সময় লাগবে।
অস্ট্রেলিয়া আজ জানিয়েছে, তারা দূর্গতদের জন্য
আজ ত্রাণবাহী তিনটি সামরিক বিমান
পাঠিয়েছে।