আন্তর্জাতিক

রুশ সাবমেরিনে আগুন, ১৪ নাবিক নিহত

রাশিয়ার নৌবাহিনীর একটি সাবমেরিনে আগুনে অন্তত ১৪ নাবিক নিহত হয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ খবর দিয়েছেন বলে বিবিসি জানিয়েছ।

কর্মকর্তারা জানান, সমুদ্র তলদেশে গবেষণা কাজে নিয়োজিত সাবমেরিনটিতে সোমবার আগুন লাগার পর ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে ১৪ নাবিক মারা যান।

দুর্ঘটনার খবর দিলেও সাবমেরিনটি কী ধরনের এবং তাতে মোট কতজন ক্রু ছিলেন- এ বিষয়ে বিস্তারিত জানায়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে রুশ সংবাদমাধ্যমগুলো জানায়, এটি একটি নিউক্লিয়ার মিনি সাবমেরিন এবং বিশেষ অভিযানে তা ব্যবহৃত হয়ে থাকে। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন নিভে যাওয়ার পর ডুবোজাহাজটি উত্তরাঞ্চলীয় নৌবহরের প্রধান নৌঘাঁটি সেভেরোমরস্কে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌবাহিনীর প্রধানের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে।

এদিকে এ দুর্ঘটনাকে রুশ নৌবাহিনীর জন্য বিরাট ক্ষতি বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুর্ঘটনার পর অন্য কর্মসূচি বাতিল করে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন পুতিন।