বিগত কয়েকবছর ধরেই নাতি নাতনি আবদার করে
চলেছেন মা ৷ প্রথম দিকে সেকথা কানে নানিলেও বর্তমানে মায়ের এই বায়না অসহ্য হয়েছেউঠেছে ৷ তাই মাকে খুশি করতেই সোশ্যালমিডিয়ার এক ভয়ঙ্কর বিজ্ঞাপন দিয়েছেন রাশিয়ারএক সুন্দরী ৷বছর উনত্রিশের এলেনা কোমলেভা তার বিজ্ঞাপনেলিখেছেন, তার মায়ের নাতি নাতনির মুখ দেখারখুব ইচ্ছে ৷ এত বছর ধরে তার মা বাচ্চাদেরপোষাক জমিয়েছেন তাঁর সন্তানকে পড়াবেন বলে ৷কিন্তু এলেনা অবিবাহিত ৷ কেউ যদি জোয়ান সুস্থসবল হন তবে তিনি যেন এলেনার ইনবক্সে জবাবদেন ৷ সকলেই মধ্যে থেকে বিজয়ীকে বেছে নেবেনএলেনার মা ৷ কারণ তাঁর মা এলেনার পছন্দসম্পর্কে সবই জানেন ৷পেশায় নেইল আর্টিস্ট এলেনার আশা, এইবিজ্ঞাপনের মাধ্যমেই হয়ত তিনি নিজের মনেরমানুষটিকে পেয়ে যাবেন ৷ যদিও তেমনটা না হয়অন্তত নিজের সন্তানের বাবা ঠিকই জুটে যাবে ৷সবই মায়ের সাধ পূরণের জন্য ৷অন্যদিকে, এমন বিজ্ঞাপন দেখে হাজার হাজারজবাব আসতে শুরু করেছে এলেনার ইনবক্সে ৷ তারাসকলেই এলেনার সন্তানের ‘বাবা’ হতে প্রস্তুত ৷এবার শুধু এলেনার মায়ের জবাবের অপেক্ষা ৷
চলেছেন মা ৷ প্রথম দিকে সেকথা কানে নানিলেও বর্তমানে মায়ের এই বায়না অসহ্য হয়েছেউঠেছে ৷ তাই মাকে খুশি করতেই সোশ্যালমিডিয়ার এক ভয়ঙ্কর বিজ্ঞাপন দিয়েছেন রাশিয়ারএক সুন্দরী ৷বছর উনত্রিশের এলেনা কোমলেভা তার বিজ্ঞাপনেলিখেছেন, তার মায়ের নাতি নাতনির মুখ দেখারখুব ইচ্ছে ৷ এত বছর ধরে তার মা বাচ্চাদেরপোষাক জমিয়েছেন তাঁর সন্তানকে পড়াবেন বলে ৷কিন্তু এলেনা অবিবাহিত ৷ কেউ যদি জোয়ান সুস্থসবল হন তবে তিনি যেন এলেনার ইনবক্সে জবাবদেন ৷ সকলেই মধ্যে থেকে বিজয়ীকে বেছে নেবেনএলেনার মা ৷ কারণ তাঁর মা এলেনার পছন্দসম্পর্কে সবই জানেন ৷পেশায় নেইল আর্টিস্ট এলেনার আশা, এইবিজ্ঞাপনের মাধ্যমেই হয়ত তিনি নিজের মনেরমানুষটিকে পেয়ে যাবেন ৷ যদিও তেমনটা না হয়অন্তত নিজের সন্তানের বাবা ঠিকই জুটে যাবে ৷সবই মায়ের সাধ পূরণের জন্য ৷অন্যদিকে, এমন বিজ্ঞাপন দেখে হাজার হাজারজবাব আসতে শুরু করেছে এলেনার ইনবক্সে ৷ তারাসকলেই এলেনার সন্তানের ‘বাবা’ হতে প্রস্তুত ৷এবার শুধু এলেনার মায়ের জবাবের অপেক্ষা ৷