যৌনপল্লিতে টহল দিতে গিয়েছিল পুলিশ। গিয়ে তো
আক্কেল গুড়ুম! সেখানে তারা চার সহকর্মীকে তো পেলই,পাওয়া গেল খুনে দায়ে দণ্ডিত আসামিকেও। সম্প্রতিভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলের একযৌনপল্লিতে এ ঘটনা ঘটে।আজ সোমবার এনডিটিভির খবরে জানানো হয়, খুনেরআসামির শারীরিক পরীক্ষার জন্য ঝাড়খন্ডের একটিকারাগার থেকে হাসপাতালে নিয়ে যেতে ওই চারকনস্টেবলকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তা না করে, ওইপুলিশ কনস্টেবলরা বরং আসামিকে সঙ্গে নিয়ে ২০৬কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে যান আসানসোলের ওইযৌনপল্লিতে। পরে পুলিশি অভিযানে ধরা পড়েন তাঁরা।অভিযানে ওই চার কনস্টেবলকে আটক করা গেলেও খুনেরআসামি পালিয়ে যান। পরে অবশ্য তিনি ঝাড়খন্ডেরকোদেরমা জেলখানায় ফিরে যান।ঝাড়খন্ড রাজ্যের পুলিশের মহাপরিদর্শক ডি কে পান্ডেবলেন, ‘আমরা এ ঘটনা তদন্ত করছি। পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত ওই চার পুলিশ সদস্যকে সাময়িকবরখাস্তের নির্দেশ দিয়েছি।’
আক্কেল গুড়ুম! সেখানে তারা চার সহকর্মীকে তো পেলই,পাওয়া গেল খুনে দায়ে দণ্ডিত আসামিকেও। সম্প্রতিভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলের একযৌনপল্লিতে এ ঘটনা ঘটে।আজ সোমবার এনডিটিভির খবরে জানানো হয়, খুনেরআসামির শারীরিক পরীক্ষার জন্য ঝাড়খন্ডের একটিকারাগার থেকে হাসপাতালে নিয়ে যেতে ওই চারকনস্টেবলকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তা না করে, ওইপুলিশ কনস্টেবলরা বরং আসামিকে সঙ্গে নিয়ে ২০৬কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে যান আসানসোলের ওইযৌনপল্লিতে। পরে পুলিশি অভিযানে ধরা পড়েন তাঁরা।অভিযানে ওই চার কনস্টেবলকে আটক করা গেলেও খুনেরআসামি পালিয়ে যান। পরে অবশ্য তিনি ঝাড়খন্ডেরকোদেরমা জেলখানায় ফিরে যান।ঝাড়খন্ড রাজ্যের পুলিশের মহাপরিদর্শক ডি কে পান্ডেবলেন, ‘আমরা এ ঘটনা তদন্ত করছি। পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত ওই চার পুলিশ সদস্যকে সাময়িকবরখাস্তের নির্দেশ দিয়েছি।’