আন্তর্জাতিক

ইহুদিরা অত্যন্ত আনুগত্যহীন: ট্রাম্প

রাজনীতিতে নতুন করে ধর্ম ও জাতি টেনে আনার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইহুদিদের উদ্দেশ্যে বলেছেন, যেসব ইহুদি ডেমোক্রেটদের ভোট দিয়েছে হয় তাদের জ্ঞান কম নতুবা তারা অত্যন্ত আনুগত্যহীন।

ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য দুই মুসলিম নারী ইলহান ওমর ও রাশিদা তালিবকে কেন্দ্র করেই ট্রাম্প এই মন্তব্য করেছেন। ফিলিস্তিনি বংশোদ্ভূত ইলহান ও সোমালিয়া বংশোদ্ভূত রাশিদা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আচরণের কড়া সমালোচক। সম্প্রতি ট্রাম্পের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই দুজনকে ইসরায়েলে প্রবেশ করতে দেয়নি তেল আবিব।

এ বিষয়ে জানতে চাইলে ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘ডেমোক্রেটিক পার্টি কোথায় গেল? তারা যখন ইসরায়েল রাষ্ট্রকে প্রতিহত করছে তখন তারা (ডেমোক্রেট) কোথায় গেল? আমি মনে করি কোনো ইহুদি একজন ডেমোক্রেটের পক্ষেও ভোট দিলে এটা তার অজ্ঞানতাকে অথবা অত্যন্ত আনুগত্যহীনতাকে প্রকাশ করবে।’

জিউশ ডেমোক্রেটিক কাউন্সিল অব আমেরিকা ট্রাম্পের এই মন্তব্যের কড়া সমালোচনা করে বলেছে, ‘ইহুদিবাদ বিরোধিতাকে ট্রাম্প আবার রাজনীতিকরণ ও অস্ত্র বানানোর চেষ্টা করছেন এটা তারই আরেকটি উদহারণ।’