নিজামের সম্পত্তি বিবাদে জয়
হল ভারতের। সোমবার ইংল্যান্ডেরএক আদালতের দেওয়া রায়ের ভিত্তিতে নিজামেরসম্পত্তির অধিকার ভারতেরই। নিজাম ভারতেরইলোক। তবে দীর্ঘদিন থেকেই নিজামের সম্পত্তিরউপর নিজেদের অধিকার রয়েছে বলে দাবি করেআসছে পাকিস্তান। একই সঙ্গে ওই মামলায় হেরেযাওয়ার জন্য পাকিস্তান তরফে ভারতকে ১৫০,০০০পাউন্ড (১৩৯১৬৬৬৫.৬০ টাকা) দেওয়ার নির্দেশদেওয়া হয়েছে। গত ৬৭ বছর ধরে ইংল্যান্ডেরআদালতে চলছে নিজাম সম্পত্তি মামলার শুনানি।ওই আদালতের তরফে জানানো হয়েছে, নিজামেরসম্পত্তি বিষয়ে পাকিস্তানের দাবি একেবারেঅযৌক্তিক।
হল ভারতের। সোমবার ইংল্যান্ডেরএক আদালতের দেওয়া রায়ের ভিত্তিতে নিজামেরসম্পত্তির অধিকার ভারতেরই। নিজাম ভারতেরইলোক। তবে দীর্ঘদিন থেকেই নিজামের সম্পত্তিরউপর নিজেদের অধিকার রয়েছে বলে দাবি করেআসছে পাকিস্তান। একই সঙ্গে ওই মামলায় হেরেযাওয়ার জন্য পাকিস্তান তরফে ভারতকে ১৫০,০০০পাউন্ড (১৩৯১৬৬৬৫.৬০ টাকা) দেওয়ার নির্দেশদেওয়া হয়েছে। গত ৬৭ বছর ধরে ইংল্যান্ডেরআদালতে চলছে নিজাম সম্পত্তি মামলার শুনানি।ওই আদালতের তরফে জানানো হয়েছে, নিজামেরসম্পত্তি বিষয়ে পাকিস্তানের দাবি একেবারেঅযৌক্তিক।