আন্তর্জাতিক

তালেবান শিবিরে আফগান-মার্কিন যৌথ হামলা, ৯০ জঙ্গি নিহতের দাবি

আফগানিস্তানের পাকটিকায় রবিবার আফগান-মার্কিন জোটের একটি হামলায় অন্তত ৯০ জন তালেবান সেনা নিহত এবং ২০ জন আহত হয়েছে। জঙ্গি বিরোধী অপারেশনের অংশ হিসেবে পাকটিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে আফগানিস্তান নিরাপত্তা বাহিনী।

আফগান নিরাপত্তা বাহিনীর ২০৩তম থান্ডার কর্পসের পক্ষ থেকে আফগানিস্তান ভিত্তিক সংবাদ সংস্থা খামা প্রেসকে জানানো হয়, ওয়ারমামা জেলার মার্কিন এয়ারপাওয়ারের সঙ্গে সংঘবদ্ধ হয়ে তারা এই অপারেশন পরিচালনা করে।
আফগান ন্যাশনাল আর্মি কর্পের একজন মুখপাত্র জানান, ‘আমাদের এই অপারেশনে অন্তত ৯০ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে। আরও অন্তত ২০ জন আহত হয়েছে। এছাড়াও এ হামলায় তালেবান বাহিনীর ২৩টি মোটরসাইকেল, একটি ট্রাক্টর এবং বেশ কিছু অস্ত্র ধ্বংস করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সংবাদসংস্থাকে নিশ্চিত করা হয়।’

এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে অবশ্য এখনও কোনো বিবৃতি আসেনি।