আন্তর্জাতিক

কো-পাইলট ‘ইচ্ছাকৃতভাবে’ বিমান দুর্ঘটনা ঘটিয়েছেন ! : প্রসিকিউটর

ফ্রান্সের তদন্ত কর্মকর্তারা বলছেন,
দুর্ঘটনায় পড়া জার্মানউইংস বিমানেরকো-পাইলট ইচ্ছা করেই বিমানটিকেনীচে নামিয়েছেন৷ এর আগে তিনিপ্রধান পাইলটের জন্য ককপিটের দরজাখুলতে অস্বীকৃতি জানান৷ফ্রান্সের মার্সেই এর প্রসিকিউটর ব্রিস রবিনকিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘‘২৮ বছরবয়সি কো-পাইলট ‘ইচ্ছাকৃতভাবে' বিমান অবতরণ শুরুকরেছিলেন বলে ককপিটে থাকা ফ্লাইট রেকর্ডারথেকে জানা গেছে৷''‘‘তবে এটাকে সন্ত্রাসী কাজ বলার মতো কোনোলক্ষণ এই মুহূর্তে নেই,'' বলেন রবিন৷ আন্দ্রেয়াসলুবিৎস নামের ঐ কো-পাইলটের সঙ্গে সন্ত্রাসীদেরযোগাযোগ ছিল না৷জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডেমাইসিয়েরে বলেছেন, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেকো-পাইলটের সঙ্গে জঙ্গিদের কোনো সংশ্লিষ্টতারপ্রমান পাওয়া যায়নি৷এদিকে, ফ্রান্সের তদন্ত কর্মকর্তাদের দেয়া এইতথ্য তাঁকে ‘গভীর নাড়া' দিয়েছে বলে টুইটারেজানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানোরাখই৷