আন্তর্জাতিক

পর্যটকদের জন্য খুললো কাশ্মীরের দরজা


দু’মাসেরও বেশি সময় পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হল ভূস্বর্গ কাশ্মীরের দরজা। জম্মু ও কাশ্মীরে বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের ৬৪ দিন পর বৃহস্পতিবার পর্যটকদের জন্য বিধিনিষেধ তুলে নিলো সরকার।

এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যপাল সত্যপাল সিংহ।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে নেয় নয়া দিল্লি। এর কয়েক দিন আগে সন্ত্রাসী হামলার আতঙ্ক ছড়িয়ে ভারতের কেন্দ্রীয় সরকার সতর্কতা জারি করে এবং হাজার হাজার পর্যটক, অন্য রাজ্যের শ্রমিক, শিক্ষার্থী ও তীর্থযাত্রীকে এলাকাটি ছেড়ে যেতে বাধ্য করা হয়। ওই সময় উপত্যকাটিতে ২০ থেকে ২৫ হাজার পর্যটক ছিলেন বলে ভারতের পর্যটন বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন।

৫ আগস্ট থেকে উপত্যকায় বন্ধ করে দেওয়া হয় টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা। গ্রেপ্তার করা হয় চার শতাধিক রাজনৈতিক নেতাকে। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীর গত দুই মাসের বেশি সময় পর্যটক শূন্য।

কাশ্মীরের অর্থনীতিতে পর্যটন একটি গুরুত্বপূর্ণ খাত। গত জুনে কাশ্মীর ঘুরে গেছেন প্রায় পৌনে দুই লাখ পর্যটক। জুলাইয়ে এ সংখ্যা এক লাখ ৫২ হাজার ছিল বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।