আন্তর্জাতিক

থাইল্যান্ডে বন্দুকধারীদের হামলায় ১৫ পাহারাদার নিহত


থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ইয়ালা প্রদেশে মঙ্গলবার রাতে একদল বন্দুকধারীর গুলিতে স্বেচ্ছায় পাহারা দেয়া ১৫ ব্যক্তি নিহত হয়েছেন বলে বুধবার পুলিশ জানিয়েছে। পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, রাস্তার পাশে পাহারা বক্সে ১১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বাকি চারজনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটের দিকে একদল অজ্ঞাত বন্দুকধারী পাহারা বক্সের পেছনের রাবার বাগান থেকে অন্ধকারে গোপনে নেমে এসে পাহারাদারদের ওপর গুলি চালায়।

তারা ঘটনাস্থল ত্যাগ করার আগে পাহারাদারদের শটগান ও অন্যান্য অস্ত্র নিয়ে যায় এবং রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয়।

দেশের সবচেয়ে দক্ষিণের এ এলাকায় কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে এবং অজ্ঞাত খুনিদের ধরতে তল্লাশি চালাচ্ছে।