আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় নিজের স্কুলে কিশোরের গুলি, নিহত ১

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিতার একটি হাইস্কুলে বন্দুক হামলা চালিয়েছে ঐ স্কুলের ৯ গ্রেডের এক ছাত্র। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে লস এঞ্জেলেস ডাউনটাউন থেকে ৩৫ মাইল উত্তরে সান্তা ক্লারিতার সৌগস হাইস্কুলে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় গুলিবিদ্ধ এক ছাত্রী মারা গেছে। আর অসংখ্য ছাত্রছাত্রী আহত হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুত্বর। সাথে সাথে স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সকালে স্কুল শুরু পর হঠাৎ করে এই ছাত্র বন্ধুক নিয়ে ক্যাম্পাসে ঢুকে তার সহপাঠীসহ সবাইকে গুলি করতে শুরু করে। এতে অনেকে গুলিবিদ্ধ হয়। এক পর্যায়ে আশপাশের বাড়িতে মানুষের ওপর গুলি ছুঁড়তে থাকে। হামলার সময় তার পরণে ছিল কালো জামা। ছাত্রটি এশিয়ান বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে আতঙ্কিত শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে সরিয়ে নেয়। সেই সাথে সন্দেহভাজন হামলাকারীকে পুলিশ হেফাজতে নেয়। কোনো সূত্রে খবর পাওয়া যাচ্ছে হামলাকারী কিশোর নিহত হয়েছে। পুলিশ বলছে হামলাকারী একাই গুলি ছুঁড়ে।
স্থানীয় হেনরি মেয়ো হাসপাতাল জানিয়েছে, একজন গুলিবিদ্ধ ছাত্রী মারা গেছে এবং দু'জন ছাত্রের অবস্থা গুরুতর।