প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনিতে জেল ভেঙ্গে কমপক্ষে ১০০ কয়েদী পালিয়ে গেছেন। সোমবারে এই ঘটনায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ওই জেলের প্রায় আটজন কারারক্ষী মারা গেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার জানায়, পাপুয়া নিউগিনির ওয়েস্টার্ন হাইল্যান্ড প্রদেশে ওই কারাগারটি থেকে পালানোর সময় নিরাপত্তাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ব্যপক গোলাগুলির ঘটনা ঘটে। পরে দুই জনকে পুলিশ আটক করতে সমর্থ হয়।
এদিকে জেল ভাঙ্গার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে পাপুয়া নিউগিনি পুলিশ। এছাড়া পালানো কয়েদীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও পাপুয়া নিউগিনি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার জানায়, পাপুয়া নিউগিনির ওয়েস্টার্ন হাইল্যান্ড প্রদেশে ওই কারাগারটি থেকে পালানোর সময় নিরাপত্তাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ব্যপক গোলাগুলির ঘটনা ঘটে। পরে দুই জনকে পুলিশ আটক করতে সমর্থ হয়।
এদিকে জেল ভাঙ্গার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে পাপুয়া নিউগিনি পুলিশ। এছাড়া পালানো কয়েদীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও পাপুয়া নিউগিনি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।