আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে


মহামারি করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে ভয়াবহ রূপ নিচ্ছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে করোনা (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৯২১ জন। এমনটাই জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য বিভাগ।

গতকাল সোমবার মৃতের সংখ্যা ৫০০ ছাড়ায়। মঙ্গলবার সেটা ছাড়িয়ে যায় ছয়শ’ (৬৮৪)। মঙ্গলবারই সেখানে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।

করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র তাদের মোট জনসংখ্যার অর্ধেককে ঘরে থাকার আদেশ দিয়েছে। ১৩টি প্রদেশের ১৩টি মিউনিসিপালিটিস ইতিমধ্যে ১৪ কোটি ৪৫ লাখ ২২ হাজার ৯৩১ জনকে ঘরে থাকার আদেশ দিয়েছে। যা দেশটির মোট জনসংখ্যার ৪৪ শতাংশ। চলতি সপ্তাহের শেষ দিকে আরো তিনটি অঙ্গরাজ্যের আটটি মিউনিসিপালিটিস এই আদেশ দিবে।

সব অঙ্গরাজ্যে এই আদেশ দেওয়া হলে ১৬ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৩৮৪ জন মানুষ ঘরে থাকতে বাধ্য হবে। যা হবে দেশটির মোট জনসংখ্যার ৪৯ শতাংশ।

যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা ৩২ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৫২৩ জন।