আন্তর্জাতিক

হান্তাভাইরাস নিয়ে দুশ্চিন্তা না করতে বিশেষজ্ঞদের পরামর্শ

প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে যখন বিশ্ব দিশেহারা তখন নতুন করে শোনা যাচ্ছিল ‘হন্তা’ নামের আরো একটি ভাইরাসের কথা। অনেকে ভাইরাসটিকে করোনার সঙ্গে তুলনা করলেও এই ভাইরাসের সঙ্গে কোরনার কোন মিল নেই।

সম্প্রতি চীনে এই ভাইরাসে একজন মারা গেছে বলে যে খবর প্রকাশ করা হয়েছে তা অতিরঞ্জিত বলে উল্লেখ করেছে দেশটির সরকার। এর আগেও এই ভাইরাসে মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু তা সংক্রামক না হওয়ায় বিষয়টি নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুযায়ী, ইঁদুর ও কাঠবিড়ালিদের শরীরে থাকে এই ভাইরাস। আক্রান্ত হলে হতে পারে জ্বর, বমি, পেটে ব্যাথা, শুকনো কাশি ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকেও এই ভাইরাস নিয়ে নেই কোন সতর্কবার্তা।