আন্তর্জাতিক

করোনা ঠেকাতে বিদেশীদের প্রবেশ নিষিদ্ধ করল থাইল্যান্ড

করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে থাইল্যান্ডে সকল বিদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির সরকার। এ নিয়ে দেশটিতে একটি জরুরি ডিক্রি জারি করেছেন থাই সরকার। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ও চা রাষ্ট্রীয় বিৃবতিতে এ ঘোষণা দেন।

বুধবার মধ্যরাত থেকে জারিকৃত এই ডিক্রি কার্যকর হবে এবং এটি আগামী ৩০ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে ব্যাংকক পোস্ট।

খবরে বলা হয়, দেশটিতে বিদেশীদের প্রবেশের সকল পথ বন্ধ রাখা হবে। তবে জাহাজের নাবিক, কূটনীতিক, ড্রাইভার, পাইলট এবং যারা প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ও চা কর্তৃক অনুমতি প্রাপ্ত হবে তারাই কেবল থাইল্যান্ডে প্রবেশ করতে পারবে। এছাড়াও অন্যান্য দেশে আটকা পড়ে থাকা থাই নাগরিকদের দেশে ফিরে আসতে দেওয়া হবে।

ঘোষণায় আরও বলা হয়, ৫ বছর বয়সের কম বয়সী শিশু এবং ৭০ বছরের বেশি বয়সী বৃদ্ধকে বিশেষভাবে বাড়িতে থাকতে উৎসাহিত করা হয়েছে এবং একই সঙ্গে থাইল্যান্ড জুড়ে সকল প্রকার জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।